ঢাকাসোমবার , ৭ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া দুর্ধর্ষ চুরি

প্রতিবেদক
majedur
অক্টোবর ৭, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

 

 

সেপাল নাথ

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার প্রাণকেন্দ্র ডাকবাংলো রবিবার রাতে ছয়টি দোকানে দুর্ধর্ষ  চুরি সংঘটিত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরবর্তী এ চুরির ঘটনায় হতাশায় ভুগছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকানিরা।

এ ছয়টি দোকানে উপরিভাগ টিন কেটে মালামাল সহ নগদ টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল।

আরাফাত অপটিক্যাল এন্ড ওয়ার্চের মালিক মো. জহুরুল হক ভুঁইয়া জানান, প্রতিদিনের মত সকালে দোকান খুলে দেখতে পাই উপরে টিন কাটা। মালামাল গুলি এলোমেলো। চশমা ও ঘড়ি প্রায় ৪০ হাজার টাকার মালামাল ও নগদ ৩০ হাজার ৫ শত টাকা নিয়ে গেছে। মাসুম এন্টারপ্রাইজ জানান, নগদ ১৮ হাজার, রিপন এয়ার কাটিং দুইটা মেশিন যার মূল্য ১৬ হাজার, জয়া হেয়ার কাটিং তিনটি মেশিন যার মূল্য ৭ হাজার সহ নগদ ১৬ হাজার টাকা নিয়ে যায়। বাকী দোকানদারদের একই অবস্থা বলে জানান।

ভুক্তভোগী দোকানি সহ অন্যন্য দোকানিরাও পৌরসভার প্রাণকেন্দ্রে চুরির ঘটনায় হতবাক। এ চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জোর দাবি জানান আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি।

এদিকে ভুক্তভোগীরা থানা অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেন।

ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Don`t copy text!