সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধি
আজ ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে সাড়া বিশ্বের ন্যায় বাংলাদেশে জাতীয় ভাবে পালনের অংশ হিসেবে পাঁচবিবি উপজেলার সকল স্কুল,কলেজ,মাদ্রাসায় একযোগে উদযাপন করা হয়।বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের বৈষম্য দুর করতে বেশ কয়েক বছর থেকে জাতীয় করনের দাবীতে আন্দোলন চালিয় যাচ্ছেন বেসরকারী শিক্ষকরা।ঈদ উৎসবে বৈষম্য,বেতন ভাতায় বৈসম্য,অবসর ভাতায় দীর্ঘ সুত্রিতা, বদলী ব্যাবস্থা নেই,এ এক দুর্বিসহ পরিহাস,।কোন সরকারীই দৃষ্টি দেননি। তাই অন্তর্বর্তী সরকারের কাছে সাধারন শিক্ষকদের প্রানের দাবী জাতীয় করনের লক্ষে ঢাকায় আজ মহাসমাবেশ সহ প্রতিটি প্রতিষ্ঠানে এক আওয়াজ ” জাতীয় করন। নতুন ক্যারিকুলাম স্থগিত করে পুরাতন সিলেবাসে শিক্ষাদান। এরই ধারা বাহিকতায় বাগজানা হাইস্কুল ও আছিরিয়া দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যদায় দিবসটি পালিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সুপার আঃমোমিন,সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সহ শিক্ষক মাহবুব হাছান।