ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া পূজা কমিটির সাথে মতবিনিময় করেন বিএনপি নেতৃবৃন্দ

প্রতিবেদক
majedur
অক্টোবর ৫, ২০২৪ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

 

সেপাল নাথ

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রমে দুর্গাপূজা উদযাপন পরিষদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা শনিবার সকাল ১১ টায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

পূজা কমিটির সভাপতি শংকর সাহা’র সভাপতিত্বে ও শিক্ষক মানিক চন্দ্র শীল’র সঞ্চালনায় প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক মুন্সী রফিকুল আলম মজনু।

বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সহসম্পাদক মো. বেলাল আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ মজুমদার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার পাটোয়ারী, উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব নুর আহম্মদ মজুমদার, সদস্য সচিব মো. আলমগীর বিএ, পৌর বিএনপি আহবায়ক মো. ইউসুফ মজুমদার।

এসময় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপি যুগ্ম আহবায়ক মনির আহমেদ খোকন, এমজি কিবরিয়া, মহাময়া ইউনিয়ন বিএনপি আহবায়ক ফজলুর করিম লিটন, যুবনেতা সন্জিত শীল প্রমুখ।

সভায় নেতৃবৃন্দরা বলেন, আপনারা আনন্দ চিত্তে উৎসব মুখর স্বতঃস্ফূর্ত ভাবে পূজা উদযাপন করুন। বিএনপি সহ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী আপনাদের পাশে আছে। সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই সবাই এদেশের মানুষ সবাই বাংলাদেশী। এখানে যার যার ধর্মীয় উৎসব করার স্বাধীনতা আছে।

শেষে বিএনপির পক্ষ থেকে অসহায় হতদরিদ্র হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার তুলে দেন আগত অতিথিবৃন্দ।

সভায় আরো উপস্থিত ছিল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ শত শত সনাতনী ভাই বোনেরা।

Don`t copy text!