ঢাকাবৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে মোবাইল কিনে না দেয়ায় কিশোরের আত্মহত্যা

প্রতিবেদক
majedur
অক্টোবর ৩, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

সাখাওয়াত হোসেন,(জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মার উপর অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে মোরছালিন (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।
গতকাল ৩রা অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কাঁচনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর, ঐ গ্রামের মীর শহীদ মন্ডলের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মনোয়ার হোসেন জানায়, সকালে মোরছালিন তার বাবা মায়ের নিকট স্মার্ট ফোন কিনে দেওয়ার জন্য বায়না ধরলে, বাবা-মা তাকে ভর্ৎসনা করে। এরপর তারা বাড়ির বাহিরে সাংসারিক কাজের জন্য বের হয়ে যায়। এ সময় সে নিজ ঘরে শুয়ে ছিলো। এরই মাঝে কোন এক সময় মোরছালিন তার বাবা-মার অভিমান ওপর করে, নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বাহির থেকে মোরছালিনের বাবা-মা এসে ঘরের দরজা আটকানো দেখে ডাকাডাকি করে। কিন্তুু কোন সাড়া শব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে সে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে।
তিনি আরো জানান কিশোর মোরছালিন একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন। পাঁচবিবি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।”
এঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Don`t copy text!