সেপাল নাথ
দেশের চরম দুঃসময়ে দেশ পরিচালনা দায়িত্ব নেওয়া অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সহ সকল উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে এক আনন্দ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডস্থ বাঁশপাড়া সোস্যাল নেটওয়ার্ক ফোরাম (BSNF) ক্লাব’র আয়োজিত আনন্দ র্যালীটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজসেবায় নিজে এগিয়ে আসুন, অন্যকেও উৎসাহিত করুন। বল বীর উন্নত মম শির। লড়াই হোক মাদক, সন্ত্রাস দমনে প্রধান হাতিয়ার। আগে চাই সংস্কার, তারপর ভোটাধিকার লিখা বিভিন্ন ব্যানার, ফেষ্টুনগুলো সাধারণ মানুষের হৃদয় ছুঁয়েছে বলে জানাযায়।
এতে বক্তব্য রাখেন বাঁশপাড়া সোস্যাল নেটওয়ার্ক ফোরাম ক্লাব”র সভাপতি ফয়সাল আবেদীন পাটোয়ারী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন ও কার্যকরী কমিটির সদস্য শাহাদাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ক্লাব’র সাংগঠনিক সম্পাদক মাইনুল হক, উপদেষ্টা ইসমাইল হোসেন পারভেজ, হাসান ইবনে আলী, মহিউদ্দিন বাবলু, ছাত্র প্রতিনিধি মিরাজ হোসেন, সদস্য মুহিব উল্যাহ্, নঈম, লতিফ, শিহাব, সাকিব, অভি সহ আরো অনেকে।