সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধি
আমরা বিএনপি পরিবার।আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মের লোককে আঘাত করব না। সবাইকে নিয়ে একসাথে চলবো।আমার নেতা তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে ফিরে আসবে তখন মনে করবেন নির্বাচনের ঘন্টা বেজে গেছে। ধানের শীষ মার্কা যতদিন বিজয়ী হয় নাই ততদিন আমাদের সংগ্রাম চলবে।
বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন বিএনপির আয়োজনে সকল ধর্মের লোকদের অংশগ্রহনে গতকাল বিকালে শাইলট্টি রায়গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সম্প্রীতি সভায় এ কথাগুলোই বললেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা বিএনপি’র আহবায়ক মোঃ গোলজার হোসেন।
এ সম্প্রতি সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোজাহার আলী মন্ডল।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,সাবেক এমপি মরহুম মোজাহার আলী প্রধানের সুযোগ্য পুত্র জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মাসুদ রানা প্রধান।
আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পাঁচবিবি থানা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারন সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট,জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট,থানা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মমিন খন্দকার ডালিম ও পৌর বিএনপির নেতা আহসান হাবীব প্রমুখ। আরো উপস্থিত ছিলেন,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আনিসুর রহমান,উপজেলা যুবদলের নেতা নয়ন প্রধান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল,পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম নাসির বিপ্লব,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব হাসানুর রশিদ রাব্বি,মহিপুর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমানুর রহমানসহ আরো অনেকেই। এই সম্প্রীতি সভায় জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতা কর্মী ও বিভিন্ন ধর্মাবলম্বী লোক উপস্থিত ছিলেন।