ঢাকাসোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ১০

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

 

সাখাওয়াত হোসে, পাঁচবিবি,( জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে জয়পুরহাট -হিলি সড়কের পাঁচবিবি উপজেলার উত্তরের শেষ সীমানায় বনখুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির।

আহতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের বাবু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩০), শিমুলতলী গ্রামের আব্দুল বাতেনের স্ত্রী হালিম বেগম(৩০) নাকুরগাছি গ্রামের মৃত মানিকের স্ত্রী আলেমন বেওয়া (৮০) সাড়াই পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে লিটন(৪৩) ছোট মানিক গ্রামের নাসির উদ্দীনের মেয়ে নাদিরা বেগম (৩৬) কুয়াতপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে সানোয়ার হোসেন (৪৫) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আইয়ুব আলীর মেয়ে জান্নাতুন (২৪) কালাই উপজেলার বনখুর গ্রামের খয়বর আলীর স্ত্রী রেবেকা বেগম (৫০)। হাসান আলী (৩৬), এমরান হোসেন (২৮)

(ওসি) হুমায়ুন কবির জানান, এবি পরিবহন’ নামের বাসটি হিলি থেকে যাত্রী নিয়ে জয়পুরহাট বাসটার্মিনালে যাচ্ছিলো। পথে জয়পুরহাট সদর উপজেলার বনখুর এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে উল্টে যায়। এতে ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়দের খবরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি জানান, এতে কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলেও জানান ওসি।

Don`t copy text!