ঢাকাশুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নিশান ধরের শুভ জন্মদিন

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

 

কচুয়া
চাঁদপুরের কচুয়া উপজেলার একমাত্র সকল  দৈনিক জাতীয়,স্থানীয়, সাপ্তাহিক পত্রিকার এজেন্ট ও কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধক্ষ্য শ্যামল কান্তি ধরের বড় নাতি নিশান ধরের শুভ জন্মদিন অনুষ্ঠিত হয়েছে। নিশান ধরে বাবা জাতীয় দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার কচুয়া(চাঁদপুর) প্রতিনিধি ও কচুয়া প্লেস ক্লাবের  সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শান্তুু ধরের বড় ছেলে নিশান ধর। গত ১১ই সেপ্টেম্বর রোজ বুধবার ৭তম বছরে পা রাখে এসময়ে আলোক শয্যায় সাজিয়ে   আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ন্যাশনাল জন্মদিন অনুষ্ঠান পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিশান ধরের দাদুভাই শ্যামল কান্তি ধর,মানিক লোধ,স্বপন লোধ,রতন লোধ,

দিপা লোধ,নিশানের মা পুনম ধর নিশু, ছোট্ট রাজকুমার ঈশান ধর,একমাত্র মাসিমনি প্রিয়া লোধ,জয়া লোধ,বৃথী লোধ,তিথি লোধ,জয়িতা লোধ,আরাধ্য লোধ,

মামা জয় কুমার লোধ,সুশান্ত লোধ,

,সৃজন লোধ,অভি লোধসহ আরো আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

ছবিঃ নিশান ধরের শুভ জন্মদিনে অনুষ্ঠানের খন্ড চিত্র।

Don`t copy text!