|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
নিশান ধরের শুভ জন্মদিন
প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪
কচুয়া
চাঁদপুরের কচুয়া উপজেলার একমাত্র সকল দৈনিক জাতীয়,স্থানীয়, সাপ্তাহিক পত্রিকার এজেন্ট ও কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধক্ষ্য শ্যামল কান্তি ধরের বড় নাতি নিশান ধরের শুভ জন্মদিন অনুষ্ঠিত হয়েছে। নিশান ধরে বাবা জাতীয় দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার কচুয়া(চাঁদপুর) প্রতিনিধি ও কচুয়া প্লেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শান্তুু ধরের বড় ছেলে নিশান ধর। গত ১১ই সেপ্টেম্বর রোজ বুধবার ৭তম বছরে পা রাখে এসময়ে আলোক শয্যায় সাজিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ন্যাশনাল জন্মদিন অনুষ্ঠান পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিশান ধরের দাদুভাই শ্যামল কান্তি ধর,মানিক লোধ,স্বপন লোধ,রতন লোধ,
দিপা লোধ,নিশানের মা পুনম ধর নিশু, ছোট্ট রাজকুমার ঈশান ধর,একমাত্র মাসিমনি প্রিয়া লোধ,জয়া লোধ,বৃথী লোধ,তিথি লোধ,জয়িতা লোধ,আরাধ্য লোধ,
মামা জয় কুমার লোধ,সুশান্ত লোধ,
,সৃজন লোধ,অভি লোধসহ আরো আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।
ছবিঃ নিশান ধরের শুভ জন্মদিনে অনুষ্ঠানের খন্ড চিত্র।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.