গতকাল মাননীয় অতিরিক্ত দায়রা জজ আদালত জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের আমীর,পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারী সহ অভিযুক্ত ৩৮ জন কে পাঁচবিবির মোহাম্মদপুর নিকড় দীঘি নান্দুলা হাফেজিয়া মাদ্রাসা তাফসির মাহফিলে নাশকতার (জি আর ৬/১৭ সন্ত্রাস) মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।
জানা যায় ২০১৫ সালের ৩১ অক্টোম্বর পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে নিকড় দীঘি নান্দুলা হাফেজিয়া মাদ্রাসায় তাফসির মাহফিল চলছিল সেখান থেকে বাড়িতে ফেরার পথে প্রধান বক্তা মাওলানা বেলালী সাহেব ও তৎকালীন ছাত্রশিবিরের জেলা সভাপতি বর্তমান সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ ইমরান হোসেন আমিরুল ইসলাম বেলালী সাহেবের সফর সঙ্গী মাওলানা আব্দুর রহমান গাজি কে গ্রেফতার করে।
পরের দিন মাহাফিলের প্রধান বক্তা মাওলানা আমিরুল ইসলাম বেলালী, তৎকালীন বাংরাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি বর্তমান সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ ইমরান হোসেন, পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার) ও মোহাম্মদুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম,আওলাই ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ নুর হোসেন আকন্দ বাবু সহ জামায়াত ও শিবিরের ৩৮ জন নেতা কর্মীর নাম উল্লেখ করে পাঁচবিবি থারায় মামলাটি করা হয়।
এই ৬/১৭ মামলাটি চার্জ গঠনের প্রক্রিয়াই ছিল, আজ মাননীয় অতিরিক্ত দায়রা জজ আদালত সকল আসামীদের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।