ঢাকাবৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে শংকর মঠ ও মিশন পরিদর্শনে আসলাম চৌধুরী

প্রতিবেদক
majedur
আগস্ট ২৯, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 

আবদুল মামুন,সীতাকুণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান চন্দ্রনাথ ধাম এবং শংকর মঠ ও মিশন পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১ টার সময় তিনি উপজেলার পৌরসদরের অবস্থিত সংকর মঠ ও মিশন এবং তীর্থস্থান পরিদর্শনে গিয়ে বিভিন্ন মন্দির ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও ধর্মীয় নেতাদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করেন। এসময় অধ্যাপক আসলাম চৌধুরী বলেন, সীতাকুণ্ডে হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম ধর্মীয় তীর্থস্থান। এখানে যদি আমরা উন্নয়ন করতে পারি সারা বিশ্ব থেকে বছরে লক্ষ-কোটি মানুষ আসবে। এটাকে মাথায় রেখে এলাকার পরিবেশকে আরো সুন্দর করে সম্প্রীতির বন্ধনটাকে দৃঢ় করতে পারি, তাহলে সবার মঙ্গল ও সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। পরিদর্শন শেষে মন্দিরে সাধু ও সন্ন্যাসীদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং সীতাকুণ্ডকে একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে সবাইকে এগিয়ে আসার আহবান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী সালাউদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দীন, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক সালেহ আহম্মদ ও ছাত্রদলের আহবায়ক কাজী সেলিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Don`t copy text!