|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে শংকর মঠ ও মিশন পরিদর্শনে আসলাম চৌধুরী
প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২৪
আবদুল মামুন,সীতাকুণ্ড
চট্টগ্রামের সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান চন্দ্রনাথ ধাম এবং শংকর মঠ ও মিশন পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১ টার সময় তিনি উপজেলার পৌরসদরের অবস্থিত সংকর মঠ ও মিশন এবং তীর্থস্থান পরিদর্শনে গিয়ে বিভিন্ন মন্দির ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও ধর্মীয় নেতাদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করেন। এসময় অধ্যাপক আসলাম চৌধুরী বলেন, সীতাকুণ্ডে হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম ধর্মীয় তীর্থস্থান। এখানে যদি আমরা উন্নয়ন করতে পারি সারা বিশ্ব থেকে বছরে লক্ষ-কোটি মানুষ আসবে। এটাকে মাথায় রেখে এলাকার পরিবেশকে আরো সুন্দর করে সম্প্রীতির বন্ধনটাকে দৃঢ় করতে পারি, তাহলে সবার মঙ্গল ও সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। পরিদর্শন শেষে মন্দিরে সাধু ও সন্ন্যাসীদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং সীতাকুণ্ডকে একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে সবাইকে এগিয়ে আসার আহবান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী সালাউদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দীন, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক সালেহ আহম্মদ ও ছাত্রদলের আহবায়ক কাজী সেলিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.