সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে বিশিষ্ট আলেমেদ্বীন মাওঃ রেজওয়ান আলীর জানাযা অনুষ্ঠিত উত্তর বঙ্গের শেষ্ট মুফতি আল্লামা ইব্রাহীম মহব্বতপুরী সাহেবের ৩য় পুত্র মাওঃ রেজওয়ান আলী ২৭ আগষ্ট মঙ্গলবার রাত ৮ টায় ঢাকা ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তিনি স্ত্রী, ১পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে পেটের ষ্টমাক টিউমার ও রক্ত শূণ্যতার কারণে হালকা অসুস্থ ছিলেন। তার উন্নত চিকিৎসার জন্য ২৬ আগষ্ট সোমবার সন্ধায় অপারেশন করা হয়। তিনি ০১/০৩/১৯৬১ সালে জন্ম গ্রহণ করেছিলেন। পিতার প্রতিষ্ঠিত মহব্বতপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ১৯৭২ সালে দাখিল ১ম বিভাগ ও ১৯৭৪ সালে আলিম পরীক্ষায় ২য় বিভাগে পাশ করেন, পরবর্তীতে হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা থেকে ১৯৭৬ সালে ফাজিল ২য় বিভাগ ও ১৯৭৮ সালে কড়ই নুরুল হুদা কামিল মাদ্রাসা থেকে কামিল পরীক্ষায় হাদিস বিষয়ে ২য় বিভাগে সাফল্যর সাথে উত্তীর্ণ হন। কর্ম জীবনে প্রথমে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার রঘুনাথপুর ফাজিল মাদ্রাসায় ও নঁওগা সদরের নামাজগর কামিল মাদ্রাসায় প্রভাষক হিসেবে শিক্ষকতা করেন। পরবর্তিতে জয়পুরহাটের কড়ই নুরুল হুদা কামিল মাদ্রাসায় ও সর্বশেষে মহব্বতপুর আমিনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় প্রভাষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ সময় সুনামের সাথে অধ্যক্ষের দায়িত্ব পালন শেষে ২০২১ সালে ২৮শে ফেব্রুয়ারী অবসর গ্রহণ করেন। তিনি নিজ গ্রামের জামে মসজিদ ও রাধাবাড়ী লোকমান মন্ডলের পাড়া জামে মসজিদ, বীরনগর জামে মসজিদ ও নিলতা বিরঞ্জন ঈদগাঁ মাঠের ইমামতি সহ পিতার ফুরফুরা তরিকার (পীর) আল্লামা মাওঃ এবরাহীম মহব্বতপুরী সাহেবের অর্বতমানে গদ্দিনশীল হিসেবে বিভিন্ন খানকায় আধ্যাতিক ও মাসালা মাসায়েল বিষয়ের সমাধানের দায়িত্ব পালন করেছেন এবং পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদ কমিটিতে ওলামা সদস্য হিসেবে (২০০৬ সালে হযরত আলী ইমামকে নিয়ে বিতর্ক শুরু হওয়ার পূর্ব পর্যন্ত) দায়িত্ব পালন করেন। আজ বাদ জোহর মহব্বতপুর আমিনীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মরহুম মাওঃ রেজওয়ান আলীর বড় ভাই মাওঃ আবুল কালাম। জানাযার পূর্বে বক্তব্য রাখেন বড় ভাই পাঁচবিবি এল.বি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওঃ রুহুল আমিন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা আমীর ডাঃ ফজলুর রহমান সাইদ, মরহুমের পুত্র তামিম হোসেন, হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাকিম ও উপাধ্যক্ষ রেজাউল কাদির, মুহাদ্দিস আবুল কালাম, জেঠাতো বড় ভাই প্রফেসর আমিনুল ইসলাম, জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল মতিন, বিয়াই মাওঃ নূরুল ইসলাম, অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহসান হাবিব, উপধ্যক্ষ মাওঃ গোলাম কিবরিয়া ও মাওঃ মীর শহিদ মন্ডল, বানিয়াপাড়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ সাইদুর রহমান, দানেজপুর খানকায়ে শরিফের পরিচালক মাওঃ মাহমুদ মোরছালিন, বিশিষ্ট ব্যবসায়ী ও অত্র মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল হাকিম মন্ডল, জয়পুরহাট চক ভারুনিয়া খানকা শরিফের মাওঃ ইব্রাহিম হোসেন, জয়পুরহাট কড়ই নুরুল হুদা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ত্বোহা আলম, পাউসগাড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মামুনুল রশিদ, ভাতিজা নুর মোহাম্মদ ফাহাদ প্রমূখ। জানাযার পূর্ব আলোচনা পরিচালনা করেন পাঁচবিবি উপজেলার সাবেক চেয়ারম্যান প্রভাসক মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও পৌর বিএনপির আহবায়ক অত্র মাদ্রাসার সভাপতি আবু হাসনাত মন্ডল হেলাল, নওগাঁ নামাজগর গাউছুল আজম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার দেবীপুরী, অধ্যক্ষ আনিছুর রহমান, অধ্যক্ষ আব্দুল বারী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সুধিজন।