নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। রবিবার ( ২৫ আগস্ট) বিকালে সীতাকুণ্ড পৌরসদরস্থ বাজারে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন। এসময় অধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণ এবং মূল্য তালিকা না থাকার অপরাধে ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বলেন, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে সীতাকুণ্ড বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। সার্বিক সহযোগীতায় ছিলেন, সীতাকুণ্ড মডেল থানা পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।