|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে মোবাইল কোর্টের অভিযান
প্রকাশের তারিখঃ ২৬ আগস্ট, ২০২৪
নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। রবিবার ( ২৫ আগস্ট) বিকালে সীতাকুণ্ড পৌরসদরস্থ বাজারে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন। এসময় অধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণ এবং মূল্য তালিকা না থাকার অপরাধে ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বলেন, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে সীতাকুণ্ড বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। সার্বিক সহযোগীতায় ছিলেন, সীতাকুণ্ড মডেল থানা পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.