জয়পুরহাটের পাঁচবিবিতে শান্তিপূর্ণ ভাবে সনাতন ধর্মবল্বীদের ধর্মীয় অনুষ্ঠান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালনের লক্ষে মন্দির পরিদর্শন করেন সেনাবাহিনী। রবিবার দিনব্যাপী উপজেলার সকল মন্দির পরিদর্শন করেন সেনাবাহিনীর সদস্যরা। একইসময় মন্দির কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজ-খবর নেয় তারা। ইতিপৃর্বেই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসন, থানার অফিসার ইনচার্জ, মন্দির কমিটির সদস্য ও জনপ্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভাও করেছেন সেনাসদস্যরা। সনাতন ধর্মবল্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অবাধ শান্তিপূর্ণ ও নির্বিঘেœ উদ্যাপন কল্পে সকলের প্রতি উদাত্ব আহŸান জানান ক্যাপ্টেন আব্দুল মমিন। রবিবার দুপুরে পাঁচবিবির বারোয়ারী মন্দির পরিদর্শনকালে ক্যাপ্টেন মমিন উপস্থিত সকলের উদ্যেসে বলেন, আপনারা আপনাদের ধর্মের সকল পুজা-পারবন নির্ধিদায় পালন করবেন ভয়ের কিছু নেই আমরা সর্বদা আপনাদের পাশে আছি। আপনাদের ধর্মীয় কাজে যদি কেউ বাঁধা দেয় আমাদেরকে শুধু জানাবেন।