বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

পাঁচবিবি এক বাড়িতে হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ

সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধি / ১৩৯ সংবাদটি পড়েছেন
প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৪:৩৪ অপরাহ্ণ

 

পাঁচবিবির এক বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ঘটনাটি ঘটেছে উপজেলার আওলাই ইউনিয়নের শন্তাদিগর গ্রামের ডোলপাড়ার মৃত মোজাম্মেল হকের পুত্র শহিদুল ইসলামের বসতবাড়িতে।

ঘটনার সংবাদ পেয়ে সরেজমিনে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসীরা জানান, কালাই উপজেলার বলিগ্রাম মৌজার সিএস ৪২ খতিয়ানভুক্ত সাবেক ৫৯৭ দাগের ৩.৪১ শতক সম্পত্তি তারা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। প্রতিপক্ষরা ৪৩/০২ অন্য মোকদ্দমায় যে রায় পেয়েছিল তার বিপরীতে তারা ১৮/২০১২ (অন্য) নং মামলায় জয়পুরহাট সহকারি জজ আদালত কালাই থেকে তারা ইতিমধ্যে ৩.৪১ একর কাত ১.০৩ একর সম্পত্তির আংশিক ডিগ্রী পেয়েছেন। এরপরেও পরিপূর্ণ সম্পত্তি ফিরে পাওয়ার জন্য উক্ত কোর্টে মোকর্দ্দমা নং-৮০/২৩ (অন্য) মামলা করেছেন। যা অদ্যবধি চলমান রয়েছে। দেশের পট পরিবর্তনের সুযোগ নিয়ে গত পরশু অনুমান সাড়ে ১১ টায় দেশের অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে প্রতিপক্ষ একই গ্রামের মৃত ছবির আলী ফকির এর পুত্র সাইদুল (৪৫), জহুরুল ইসলাম (৪২), ইসমাইল হোসেন (৫৪), আনোয়ার হোসেন (৩২), আব্দুল গফুর (৩৫), মৃত খোরশেদ আলীর পুত্র জয়নাল আবেদীন (২৮), আইনুল হক (২৫), আউয়াল ফকির (২২), সাইদুর রহমান ফকিরের পুত্র ইলিয়াস ফকির (২৫), আনোয়ারের পুত্র আব্দুল্লাহ (১৭), জহুরুল ইসলামের পুত্র জাহিদ হোসেন (২৬) সহ ২০/২৫ জনের সংঘবদ্ধ দল তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে বাড়ির মাটির দেওয়াল ভেঙ্গে প্রবেশ করে বাড়ির আসবাবপত্র টিন, দরজা, জানালা ভাংচুর করে চলে যায়। পরেরদিন আবারও সকাল অনুমান ১০ টার দিকে ঐ সংঘবদ্ধ দল বসতবাড়িতে হামলা চালিয়ে পুনরায় বাড়িঘর সম্পূর্ণরূপে ভাংচুর করে বাড়ির আসবাবপত্র সহ ঘরের টিনের চালার টিন লুটপাট করে নিয়ে যায় এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের উদ্দেশ্যে হুমকি প্রদর্শন করে চলে যায়। ঘটনাস্থল পরিদর্শনকালে বসতঘর ভাংচুর ও ঘরের টিনের আলামত দেখতে পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে প্রতিপক্ষদের সাথে কথা বললে প্রতিপক্ষ আনোয়ার হোসেন সহ তার ভাই, ভাতিজা ও উপস্থিত মহিলা সদস্যরা অভিযোগ অস্বীকার করে বলেন, বিবাদমান সম্পত্তিতে ১ একর ৩ শতক জমির আংশিক ডিগ্রী শহিদুল ইসলামরা পাইলেও আমরা আমাদের সম্পত্তি আগে বুঝে নিব। তাই তাদের ঘর অপসারণ করেছি। ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরে অবস্থিত আর্মি ক্যাম্পের অধিনায়ক, ৩৯ বীর বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। এই ঘটনার পর থেকে এলাকায় টানটান উত্তেজনা চলছে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!