চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ আগস্ট ) দুপুর ২টার সময় উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের গুলিখালী সমুদ্র উপকূলে লাশটি জোয়ারের পানিতে ভেসে আসে। স্থানীয়রা লাশটি দেখে সীতাকুণ্ড মডেল থানা ও কুমিরা নৌ-পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার মানবিক টিমের সহযোগীতায় লাশটি উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে। সীতাকুণ্ড গাউছিয়া কমিটির মানবিক টিম লিডার মামুনুর রশিদ বলেন, গুলিখালী এলাকায় লাশের খবর পেয়ে আমরা সমুদ্র উপকূল থেকে লাশটি উদ্ধার করে কুমিরা নৌ-পুলিশকে বুঝিয়ে দিই। এবিষয়ে কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ নাছির উদ্দিন বলেন, সমুদ্রে একটি লাশ ভেসে আসে। আমরা গাউছিয়া কমিটির সহযোগীতায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।