|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
প্রকাশের তারিখঃ ১৬ আগস্ট, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ আগস্ট ) দুপুর ২টার সময় উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের গুলিখালী সমুদ্র উপকূলে লাশটি জোয়ারের পানিতে ভেসে আসে। স্থানীয়রা লাশটি দেখে সীতাকুণ্ড মডেল থানা ও কুমিরা নৌ-পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার মানবিক টিমের সহযোগীতায় লাশটি উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে। সীতাকুণ্ড গাউছিয়া কমিটির মানবিক টিম লিডার মামুনুর রশিদ বলেন, গুলিখালী এলাকায় লাশের খবর পেয়ে আমরা সমুদ্র উপকূল থেকে লাশটি উদ্ধার করে কুমিরা নৌ-পুলিশকে বুঝিয়ে দিই। এবিষয়ে কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ নাছির উদ্দিন বলেন, সমুদ্রে একটি লাশ ভেসে আসে। আমরা গাউছিয়া কমিটির সহযোগীতায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.