ঢাকারবিবার , ১১ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সাথে ইউ এন ও ‘ র মতবিনিময়

প্রতিবেদক
majedur
আগস্ট ১১, ২০২৪ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

 

জয়পুরহাটের পাঁচবিবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা। রবিবার সকাল ১০’টা থেকে দুপুর দেড়টা অবদি উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রথমে সরকারি চাকুরীতে কোটা প্রথা পরে সরকারকে পদত্যাগে ১ দফা দাবী আদায়ের লক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলায় ও উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহন করে। এসব আন্দোলনকারি শিক্ষার্থীদের অংশগ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় একাধিক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, আমরা ছাত্র-জনতা মিলে খুনি হাসিনা সরকারকে বিদায় করেছি সেইসঙ্গে বাংলাকেও দ্বিতীয় বারের মত স্বাধীন করেছি। এখন আমাদের সবার দ্বায়িত্ব হলো দেশকে নতুন করে দূর্নীতি মুক্ত এবং সবার বসবাস যোগ্য করে গড়ে তোলা। এজন্য আমরা শহরে ট্রাফিক পুলিশিং, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করছি। তারা আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও রোভার স্কাউট সদস্য মিলে শহরের রাস্তা-ঘাট পরিস্কার, বৃক্ষরোপন, মানুষের জানমাল রক্ষায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ও হিন্দু ভাইদের মন্দির পাহারা দেওয়া সহ বিভিন্ন সামাজিক কাজ করছি। উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা বলেন, দেশ গঠনে ছাত্ররা যেসব কাজ করছে এতে আমরা সবাই খুশি ও আনন্দিত। জনকল্যাণ মুলক এমন কাজ চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করা হবে।

Don`t copy text!