ঢাকাশনিবার , ৩ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে উত্তাল

প্রতিবেদক
majedur
আগস্ট ৩, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অনুযায়ী চাঁদপুরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

আজ শনিবার বেলা ১১ টা থেকে চাঁদপুর সরকারি কলেজের সামনে অবস্থান নিয়ে তারা ৯ দফা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময়ে শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ বাহিনীর সদস্যরা ছাত্রীদের ঘিরে রাখার চেষ্টা করেন।
মুষলধারায় বৃষ্টিপাত উপেক্ষা করে মুহূর্তেই শিক্ষার্থীরা ছুটে আসেন বিক্ষোভে অংশ নেয়ার জন্য। বিক্ষোভে হাজার হাজার শিক্ষার্থী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্লোগানের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জনপদ।

একইভাবে জেলার গুরুত্বপূর্ণ উপজেলা হাজীগঞ্জেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেছেন।

শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে গনমাধ্যম কর্মীদের জানান, আমাদের ভাইদের উপর হামলা এবং শুক্রবার ঢাকা, রংপুর, বরিশাল, সিলেট ও খুলনায় নিশংস এবং নির্বিচারে পুলিশের গুলির প্রতিবাদে শনিবার বিক্ষোভে সর্বস্তরের শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ জনতাকে অংশগ্রহণের আহ্বান জানান।

Don`t copy text!