|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে উত্তাল
প্রকাশের তারিখঃ ৩ আগস্ট, ২০২৪
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অনুযায়ী চাঁদপুরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ শনিবার বেলা ১১ টা থেকে চাঁদপুর সরকারি কলেজের সামনে অবস্থান নিয়ে তারা ৯ দফা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময়ে শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ বাহিনীর সদস্যরা ছাত্রীদের ঘিরে রাখার চেষ্টা করেন।
মুষলধারায় বৃষ্টিপাত উপেক্ষা করে মুহূর্তেই শিক্ষার্থীরা ছুটে আসেন বিক্ষোভে অংশ নেয়ার জন্য। বিক্ষোভে হাজার হাজার শিক্ষার্থী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্লোগানের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জনপদ।
একইভাবে জেলার গুরুত্বপূর্ণ উপজেলা হাজীগঞ্জেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেছেন।
শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে গনমাধ্যম কর্মীদের জানান, আমাদের ভাইদের উপর হামলা এবং শুক্রবার ঢাকা, রংপুর, বরিশাল, সিলেট ও খুলনায় নিশংস এবং নির্বিচারে পুলিশের গুলির প্রতিবাদে শনিবার বিক্ষোভে সর্বস্তরের শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ জনতাকে অংশগ্রহণের আহ্বান জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.