ঢাকামঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে কোটা বিরোধীদের প্রতিহত করতে পৌর ছাত্রলীগের সতর্ক অবস্থান

প্রতিবেদক
majedur
জুলাই ১৬, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 

সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জামায়াত. শিবির,বিএনপি ও ছাত্রদলের ইন্ধনে কোটা আন্দোলনের নামে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। এতে সাধারণ মানুষ ও ছাত্রদের জানমালের নিরাপত্তা হুমকিতে পড়েছে। তাদের সেই তথাকথিত কোটা বিরোধী আন্দোলন যে কোন মূল্যে রুখে দেয়ার ঘোষনা দিয়েছেন জয়পুরহাটের পাঁচবিবি পৌর ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে ও জেলা ছাত্রলীগের আহবানে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজুর উদ্যোগে আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকেই পাঁচবিবি রেল ষ্টেশন রোডস্থ পৌর ছাত্রলীগের দলীয় কার্যালয়ের সামনে এ সতর্ক অবস্থান কর্মসূচী পালন করা হয়।
উপজেলা শহরের বাসষ্ট্যান্ড, রেলওয়ে ষ্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থানে পৌর ছাত্রলীগের কর্মীরা দল বেধে কঠোর অবস্থান গ্রহন করেন। এ অবস্থান কর্মসূচি থেকে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের জানমাল, নিরাপত্তা, শিক্ষা ব্যবস্থার জন্য আমরা ছাত্রলীগ লড়াই সংগ্রাম করে আসছি কিন্তু এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা একটি আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে এরা হলো এই জামায়াত, শিবির, ছাত্রদল। তারা কোনোদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় না বরং তাদের ক্ষতি করার জন্য একটি ইস্যু তৈরি করে। যে কোন মূল্যই হোক তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ওয়াহেদুল ইসলাম খোকন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিলয়, পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সম্পদ ও রিমেল এবং সমাজসেবা বিষয়ক সম্পাদক রেজা সহ অন্যান্য ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমূখ।

 

Don`t copy text!