ঢাকামঙ্গলবার , ৯ জুলাই ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে কিশোরের নিকট সিগারেট বিক্রি করায় দোকানীর জরিমানা

প্রতিবেদক
majedur
জুলাই ৯, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

 

সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে অপ্রাপ্ত শিশু-কিশোরদের নিকট তামাক জাতীয় বিড়ি সিগারেট বিক্রয় করার অপরাধে ২’জন ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৬(ক) ধারার মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে পাঁচবিবি বাজারের দানেজপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বেলায়েত হোসেন। তিনি বলেন, দোকানীর অর্থদন্ড সহ তাদের শর্তক করা হয় পরবর্তীতে শিশু-কিশোরের নিকট যেন তামাক জাতীয় দ্রব্য সহ বিড়ি সিগারেট বিক্রয় করা না হয়। তিনি আরো বলেন, উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা অপ্রাপ্ত শিশু-কিশোরদের নিকট অবাধে বিড়ি সিগারেট বিক্রয় হয়। এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজী মহদোয়ের নির্দেশে মোবাইল কোর্টটি পরিচালনা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, এ কর্মকর্তা।

Don`t copy text!