ঢাকাশুক্রবার , ৫ জুলাই ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবির বাগজানা ছোট যমুনা নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

প্রতিবেদক
majedur
জুলাই ৫, ২০২৪ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

 

আজ শুক্রবার অনুমান ১২ টার দিকে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের সীমান্তবর্তী আটাপাড়া ছোট যমুনা নদীতে, বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন এক মাদ্রাসার শিক্ষার্থী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নিখোঁজ ওই মাদ্রাসাছাত্রের নাম সাকিব ইসলাম (১৭)। সে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রাণ কৃষ্ণপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
স্থানাীয়রা জানান, “হাকিমপুরের হিলি মাদ্রাসার ছাত্র সাকিব ইসলাম। বেলা ১২টার দিকে সাকিব ও তারা তিন বন্ধু মিলে মাদ্রসা থেকে, পাঁচবিবি উপজেলার আটাপাড়া ছোট যমুনা নদীর বেইলি ব্রিজের নিচে গোসলের জন্য নদীতে নামে। গোসল শেষে দুই বন্ধু উপরে উঠে এলেও নিখোঁজ সাকিবুল ইসলাম আসতে পারেনি। ধারণা করা হচ্ছে নদীতে প্রবল স্রোতের কারণে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছে সে। এ সময় স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধারের চেষ্টা চালায়।
পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটানস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাই। ইতোমধ্যেই রাজশাহী ডুবুরি দলকে জানানো হয়েছে তারা কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দেবে। বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Don`t copy text!