“একটাই পৃথিবী প্রকৃতির ঐকতানে সবুজ সুন্দর পরিবেশ গড়ি” এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে ফেনীতে পায়রা ইয়ুথ সোসাইটি উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও জেলাব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) হতে ফেনীর অন্যতম সেচ্ছাসেবী মানবিক সংগঠন পায়রা জেলাজুড়ে মাস ব্যাপী বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণের আয়োজন করেছে।
তারই অংশ হিসেবে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০নং ঘোপাল ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অন্যন্য এলাকায় মোট ৩৬০ জন শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদ হোসেন রিংকু, পায়রার উপদেষ্টা ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নিজাম উদ্দিন মিল্টন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফুল ইসলাম আরিফ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন সহ সকল শিক্ষকমন্ডলি, পায়রা ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়া, নির্বাহী পরিচালক আবু সাইদ মোহাম্মদ সায়েম, পরিচালক জিয়াউল হক মিলন, রাকিবুল হাসান রিকুসহ প্রমুখ।
বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে পায়রা ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়া বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে বাংলাদেশ আজ হুমকির মুখে। এ থেকে পরিত্রাণ পেতে অবশ্যই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। নিজে গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করতে হবে।