ঢাকামঙ্গলবার , ২ জুলাই ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

প্রতিবেদক
majedur
জুলাই ২, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

 

জয়পুরহাটের পাঁচবিবিতে র‍্যাবের অভিযানে ১৫ হাজার ৫ শত ৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার হয়েছে।
গতকাল সোমবার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রশিদপুর সাতআনা এলকা হতে ১৫ হাজার ৫ শত ৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। যার সর্বমোট মূল্য-১২ লক্ষ ৫২ হাজার ৭ শত ৩৫ টাকা। এসময় ২ জন সিরাপ ব্যবসায়ী পলাতক আসামী র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। তারা হলো,পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রশিদপুর সাতআনা গ্রামের মৃত আবু সাইদের পুত্র মোঃ সেলিম (৩৫) ও বেড়াখাই গ্রামের মোঃ কাইমের পুত্র মোঃ শফিউল ইসলাম (৩৩)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলারপঁচবিবি থানার মোহাম্মদপুর ইউনিয়নের রশিদপুর সাতআনা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে সেলিমের বাড়ি হতে ঐ বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করে। এসময় সিরাপ ব্যবসায়ী বাড়ির মালিক মোঃ সেলিম ও অপর সিরাপ ব্যবসায়ী শফিউল কৌশলে পালিয়ে যায়।
নিরপেক্ষ সাক্ষীসহ স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে,পলাতক
আসামী সেলিম ও শফিউল পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ আসামী
সেলিমের বসত বাড়ির কক্ষে জিনসা ও আল্ট্রা টাচ নামক যৌন উত্তেজক সিরাপ কালোবাজারির মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ ও সংরক্ষন করত।উদ্ধারকৃত মালামাল সিজারের মাধ্যমে পাঁচবিবি থানায় জমা দিয়েছে র‍্যাব ।

Don`t copy text!