ঢাকাশুক্রবার , ২৮ জুন ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে ৫০ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশন সহ গ্রেফতার-১

প্রতিবেদক
majedur
জুন ২৮, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ (পঞ্চাশ) পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশন সহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ সিপিসি-৩ এর সদস্যরা।
জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ সূত্রে জানা যায়, গতকাল রাত ৩ টায়, মাদক চোরাচালান সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ (পঞাশ) পিচ বুপ্রেনরফিন উঞ্জেকশন সহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জয়পুরহাট সদর উপজেলার মাংনিপাড়া গ্রামের মোঃ ইসমাইল হোসেন এর পুত্র মোঃ এনামুল হোসেন (২৪)।
এসময় অপর মাদক ব্যবসায়ী, পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপলপুর গ্রামের মোঃ শামসুল এর পুত্র মোঃ মিঠুন বিল্লি (২৫) কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামী এনামুল চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক মিঠুন এর মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীকে তল্লাশি করলে তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী পাঁচবিবি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Don`t copy text!