ঢাকাসোমবার , ২৪ জুন ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবি পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষনা অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
জুন ২৪, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

 

জয়পুরহাটের পাঁচবিবি পৌর সভার ২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট ৮১ কোটি ৭০ লক্ষ ৬০ হাজার ৫’শত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার বিকেলে পাঁচবিবি পৌর সভার হলরুমে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে মোট বাজেট ১০ কোটি ৯০ লক্ষ ৬০ হাজার ৫শ টাকা। প্রস্তাবিত উন্নয়ন বাজেট ৭০ কোটি ৮০ লক্ষ টাকা। এর মধ্যে প্রস্তাবিত রাজস্ব আয় ১০ কোটি ৫৯ লক্ষ ৫৫ হাজার টাকা এবং প্রস্তাবিত রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৫৬ লক্ষ ৭৬ হাজার টাকা।
প্রস্তাবিত বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। প্যানেল মেয়র ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেন, প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোশাইদ আল আমিন সাদ, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মুঞ্জুরুল ইসলাম, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মামুনুর রশিদ, ২নং ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মুনসুর রহমান, মহিলা কাউন্সিলর আন্নি আক্তার, শামিমা সুলতানা শীতল, পৌর নির্বাহী কর্মকর্তা জোবাইদুল হক, পৌর প্রকৌশলী মোঃ মারুফ আহসান, হিসাব রক্ষক আমিনুর রহমান, মহিপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ লোকমান হোসেন, অবঃ অধ্যাপক পরিতোষ ঘোষ প্রমুখ। প্রস্তাবিত বাজেট অনুষ্ঠানে পৌর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!