ঢাকাশনিবার , ১৫ জুন ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

আষাঢ়

প্রতিবেদক
majedur
জুন ১৫, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

আষাঢ়ে আকাশে সাদা মেঘের দল,
ফন্দি এটে বসে সবে মাঠে নামি চল।
গ্রাম অঞ্চল-শহরাঞ্চল- যত দ্বীপাঞ্চল,
ঢেলে দিল অথৈজল রাখিল না তল।

সাদা মেঘে হেরে গেল গগনের নীল,
ঝিমঝিম বৃষ্টিতে ডাকে গাছে চিল।
অবসরে দিন গুণে শ্রমিক-সুশীল,
মাঝে-মাঝে হতাশায় ভেঙে পড়ে দিল।

আষাঢ়ের ঢল নামে মাঠ ঘাট ভাসা,
কৃষকেরা ছেড়ে দেয় সপ্নের আশা।
ডুবে যায় মাঠ-ঘাট,নদ-নদী তীর,
বন্যায় একাকার সপ্নের নীড়।

পলকেই নেমে পড়ে আষাঢ়ের জল,
চারিদিকে ঝিরিঝিরি বৃষ্টির ঢল।
নির্মল জল ঝরে টানা লাগাতার,
এ দিনের নাম তাই দিয়েছে আষাঢ়!

Don`t copy text!