আষাঢ়ে আকাশে সাদা মেঘের দল, ফন্দি এটে বসে সবে মাঠে নামি চল। গ্রাম অঞ্চল-শহরাঞ্চল- যত দ্বীপাঞ্চল, ঢেলে দিল অথৈজল রাখিল না তল।
সাদা মেঘে হেরে গেল গগনের নীল, ঝিমঝিম বৃষ্টিতে ডাকে গাছে চিল। অবসরে দিন গুণে শ্রমিক-সুশীল, মাঝে-মাঝে হতাশায় ভেঙে পড়ে দিল।
আষাঢ়ের ঢল নামে মাঠ ঘাট ভাসা, কৃষকেরা ছেড়ে দেয় সপ্নের আশা। ডুবে যায় মাঠ-ঘাট,নদ-নদী তীর, বন্যায় একাকার সপ্নের নীড়।
পলকেই নেমে পড়ে আষাঢ়ের জল, চারিদিকে ঝিরিঝিরি বৃষ্টির ঢল। নির্মল জল ঝরে টানা লাগাতার, এ দিনের নাম তাই দিয়েছে আষাঢ়!