সুরাসুর
পবিত্র চক্রবর্তী
রূপে গড়া শ্রীমানব
বসত চিন্তাপুর,
এক অঙ্গে দুই রূপ
সুর আর অসুর।
যবে শান্ত মহামায়া
নন্দন গিরি বন
হরিতে সহসা পারে
মুনি মন হরণ।
যখনি রুদ্র মূরতি
কোমল দেহপুরে,
বিনাশ সমূলে করে
অমরপুর সুরে।
বিচিত্র অপূর্ব সৃষ্টি
মানব শ্রেষ্ঠ জাতি,
কখন অসুর রূপে
কখন সুর খ্যাতি।