|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সুরাসুর,
প্রকাশের তারিখঃ ২৫ মে, ২০২৪
সুরাসুর
পবিত্র চক্রবর্তী
রূপে গড়া শ্রীমানব
বসত চিন্তাপুর,
এক অঙ্গে দুই রূপ
সুর আর অসুর।
যবে শান্ত মহামায়া
নন্দন গিরি বন
হরিতে সহসা পারে
মুনি মন হরণ।
যখনি রুদ্র মূরতি
কোমল দেহপুরে,
বিনাশ সমূলে করে
অমরপুর সুরে।
বিচিত্র অপূর্ব সৃষ্টি
মানব শ্রেষ্ঠ জাতি,
কখন অসুর রূপে
কখন সুর খ্যাতি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.