ঢাকাবুধবার , ২২ মে ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে” সাবেকুন নাহার শিখার “জয়, নতুন ভোটারের বিজয়

প্রতিবেদক
majedur
মে ২২, ২০২৪ ১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে ষষ্ঠবারের মত স্থানীয় নির্বাচনের ফলাফল ঘোষনা হয়েছে। পাঁচবিবিতে ৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ৬৯টি কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ১২ হাজার ৬ জন।
মঙ্গলবার (২১ মে) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।
প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতিকের সাবেকুন নাহার শিখা ৩৮৩০৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতিকের আবুবক্কর সিদ্দিক মন্ডল ১১৭৪৮ ভোট পেয়েছেন। ৩য় স্থানে রয়েছেন বর্তমান চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না মোটরসাইকেল প্রতীক ১১৭০০,কৈই মাছ প্রতিকে জাহিদুল আলম বেনু ৯১৭০পেয়েছেন।

অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী (পুরুষ)তালা প্রতিকে আকরাম হোসেন তালুকদার ২৬৭৯৩ পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটকম প্রতিদ্বন্দী প্রার্থী চশমা প্রতিকের ওহিদুজ্জামান পেয়েছেন ২২৩৮৪ ভোট। ১৩৭৯০ভোট পেয়ে ৩য় স্থানে রয়েছেন টিউবওয়েল প্রতিকে খালেকুল ইসলাম বকুল। ফরহাদ আলম জুয়েল উড়োজাহাজের প্রতীকে১২৯৫০ ভোট পেয়ে ৪র্থ স্থানে রয়েছেন।

এছাড়াও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফুটবল প্রতিকে ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা ৩২৬০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বৈদ্যুতিক পাখা রাজিনারা টুনি ২০১৪৬, তামান্না আক্তার প্রজাপতি প্রতিক নিয়ে পেয়েছেন ১৯৮১৮ভোট।

বিজয়ী প্রার্থীরা বলেন,এ বিজয় পুরো পাঁচবিবি উপজেলাবাসীর তথা নতুন ভোটারদের।
আমরা যেন আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। সবাই দোয়া করবেন। আর যারা নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন তাদের কাছে সহযোগিতা কামনা করি তারা যেনো আমাদের সাথে পাঁচবিবি উপজেলার সকল উন্নয়ন মুলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কেননা নির্বাচনের পড়েও আমরা সকলেই পাঁচবিবি উপজেলার বাসিন্দা ।সকল মান অভিমান ভুলে একে অন্যের ভাই ভাই হয়ে থাকতে পারি এই আশা ব্যক্ত করছি।

Don`t copy text!