আজ ১৯মে রোজ রবিবার বিকেলে পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক কাউন্সিলর রাজিনারা টুনি শতাধিক মহিলা দলবল নিয়ে তার বৈদ্যুতিক ফ্যান মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করলেন। ঘুরলেন পাঁচবিবি পৌর শহরের প্রধান প্রধান সড়কের বিভিন্ন ব্যবসায়ী, পথচারী ও ভোটারদের দ্বারে দ্বারে। চাইলেন দোয়া আশীর্বাদ ও একটি করে বৈদ্যুতিক ফ্যান মার্কায় ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ রাজিনারা টুনি বলেন,আধুনিক উপজেলা গঠনে ও উপজেলাবাসীর সুখে দুখে পাশে থেকে কাজ করে যেতে চাই। আগামী ২১শে মে উপজেলা পরিষদ নির্বাচনে আমার বৈদ্যুতিক ফ্যান মার্কায় একটি করে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন এবং আপনাদের পুনরায় খেদমত করার সুযোগ দিন।