সম্বনিত কৃষি ইউনিটের আওতায় গরু-মহিষের গোবর, মুরগি-হাঁসের বিষ্টা ও কাঠের গুড়া দিয়ে তৈরী ট্্রাইকো কম্পোস্ট সার সহজ উপায়ে বাজার জাতকরণের মাধ্যমে অধিক লাভবান হওয়া বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাজিতপুরে কম্পোস্ট সার উৎপাদনকারী কৃষক মোঃ মাহবুব আলমের খামার চত্বরে মাঠ দিবসটি হয়। জাকস ফউন্ডেশনের সার্বিক তত্বাবধানে ও পিকেএসএফের অর্থায়নে ট্্রাইকো কম্পোস্ট সার উৎপাদন বিষয়ে মাঠ দিবসে এলাকার ডিলার ও প্রান্তিক কৃষক অংশগ্রহন করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শ্রী রাজেশ প্রসাদ রায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় উপস্থিত বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের সহকারি আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ তহিদুল ইসলাম, সংস্থার কৃষি কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন শাহিন, সহকারি কৃষি কর্মকর্তা মোঃ নূর আলম, পাঁচবিবি-২ শাখা ব্যবস্থাপক উজ্জল হোসেন।