ঢাকাবুধবার , ৮ মে ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুর হুসনাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রতিবেদক
majedur
মে ৮, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

 

বগুড়া শেরপুরে হুসনাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনী তফসিল কার্যক্রম, অনিয়ম ও দুর্নীতির জন্য বাতিল প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ২রা মে অভিযোগ দিয়েছেন তিনজন সচেতন অভিভাবক।
অভিযোগকারী একজন অভিভাবক মোঃ জহুরুল ইসলাম তার অভিযোগ পত্রে বলেন, ❝০৯ এপ্রিল ২০২৪খ্রি: তারিখের পত্র অনুযায়ী হুসনাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি নির্বাচনের লক্ষে গত ১৩-০৪- ২০২৪খ্রি: তারিখে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেরপুর, বগুড়া মহোদয় তফসিল ঘোষণা করেন। যাহা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপন রাখেন। কোন প্রকার প্রচার প্রচারনা করেন নাই এবং বিদ্যালয়ের নোটিশ বোর্ডে টানানো হয় নাই। এমকি তফসিল ঘোষনার পূর্বে ভোটার তালিকার খোসড়া তালিকাও বিদ্যালয়ে প্রচার না করে অবৈধ ভাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেন। ভোটার তালিকায় দেখা যায় যে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী না এমন অনেক শিক্ষার্থীর অভিভাবক দ্বারা অবৈধ ভাবে ভোটার তালিকা প্রস্তুত করেছেন।

আমি প্রধান শিক্ষক মহোদয়ের নিকট অভিভাবক সদস্য হিসাবে মনোনয়ন চাইলে তিনি আমাকে মনোনয়ন না দিয়ে বহিরাগত হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ (জামিনে মুক্ত) তার কিছু লাঠিয়াল বাহিনীকে খবর দিয়ে ডেকে আনে ও আমাকে মারধর করে। এবং আমাকে প্রাণ নাসের হুমকি প্রদান করেন।❞
অপর দুই অভিযোগকারী মো: আব্দুল করিম ও জাহেদুল ইসলাম তফসিল কার্যক্রম নিয়ে অনিয়মের একই অভিযোগ করে বলেন, আমি প্রধান শিক্ষক মহোদয়ের নিকট অভিভাবক সদস্য হিসাবে মনোনয়ন চাইলে তিনি মনোনয়ন না দিয়ে ছেলেকে স্কুল থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন ভয়ভিতী প্রদান করে।

বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে অভিযোগকারীগন ও গ্রামের সচেতন মহল উক্ত বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বরাবরে আবেদন জানান।

Don`t copy text!