আগামী ২১’মে/২৪ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচন। গত বৃহস্পতিবার জেলা রিটারনিং কর্মকর্তার কার্যালয় থেকে সকল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান পদে বাংলাদেশ মানবধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি, শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজসেবী মানবিক কন্যা মোছাঃ সাবেকুন নাহার শিখা ঘোড়া প্রতীক পেয়েছেন। প্রতীক পেয়েই তিনি কর্মি সর্মথক ও সাধারন ভোটারদের সঙ্গে নিয়ে জোড়েসোড়ে নির্বাচনী ভোটের মাঠে নেমে পরেন। গত বৃহস্পতিবার বিকালে পাঁচবিবি পৌর শহরের দানেজপুর বাসভবন থেকে একটি বিশাল নির্বাচনী মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলের সামনে থেকে শিখা নেতৃত্ব দেন এবং হাত উচিয়ে রাস্তার উভয় পাশের পথচারী, দোকানদার, রিক্সা-ভ্যানের যাত্রী-চালকদের শুভেচ্ছা জানান ও ঘোড়া প্রতীকে ভোট চান। নির্বাচনী মিছিল শেষে বাসার সামনে দাঁড়িয়ে সকলের উদ্যেশে বলেন, আগামী ২১ তারিখের নির্বাচনে ঘোড়া প্রতীকে আপনারা ভোট দিবেন এবং অন্যকে ভোট দিতে বলবেন। আজকের মিছিলে আপনারা যেমন উপস্থিত হয়েছেন, নির্বাচনের শেষ দিন ঘোড়া মার্কার জয়ের মিছিলও আমরা সবাই মিলে এক সাথে করতে পারি সে লক্ষে ভোটের মাঠে কাজ করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, উপজেলায় চেয়ারম্যান ৬’জন, ভাইস চেয়ারম্যান ৪’জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪’জন পদপ্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন। এ নির্বাচনে ২’লক্ষ ১২’হাজার ৬’জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।