জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা কোতোয়ালীবাগ গ্রামের খলিলুর রহমান নামের এক বর্গাচাষীর ১০ শতক জমির কলাগাছ উপরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত ১লা মে বুধবার সকালের দিকে উপজেলার বাগজানার পাশ্ববর্তী ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঐদিন সন্ধ্যায় ভুক্তভোগী বর্গাচাষী খলিলুর রহমান ৫জনের নাম উল্লেখ করে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, খলিলুর রহমান কোতোয়ালীবাগ গ্রামের মোসলেম উদ্দিন দেওয়ানের পুত্র বাবুর ১০ শতক জমি ১৫ হাজার টাকায় লিজ নিয়ে চাষাবাদ করে আসছেন। কিছুদিন পূর্বে উক্ত জমিতে কলা গাছ রোপন করেন খলিলুর রহমান। গত ১লা মে বুধবার সকালে মোতাহার, আবু তাহের, সাকিব সহ ৫জন ব্যক্তি তাদের নিজের জমি দাবী করে ধারালো দা, হাসুয়া ও দেশীয় অস্ত্র নিয়ে জোড়পূর্বক ভুক্তভোগীর লিজকৃত জমির কলার গাছ উপরে ফেলেন। এতে ভুক্তভোগীর ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
কলারগাছ উপরে ফেলার বিষয়ে প্রতিপক্ষ মোতাহার আলীর ব্যক্তিগত মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, “থানার কাজ সেরে আপনার সাথে সাক্ষাতে কথা বলছি। পরে আবারও ফোন দিয়ে বক্তব্য চাইলে তিনি কোন কথা না বলেই লাইন কেটে দেন।”
অভিযোগ বিষয়ে তদন্তকারী পাঁচবিবি থানার এসআই রবিউল ইসলাম বলেন, “উভয় পক্ষকে থানায় ডেকে সাত দিনের মধ্যে জমির বৈধ কাগজপত্র নিয়ে আসতে বলেছি। এরপর কাগজ দেখে সিদ্ধান্ত দেওয়া হবে। সে ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত বর্গাচাষী তার ফসলের ক্ষতিপূরণ পাবে।”