ঢাকামঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে অপহরণের অভিযোগে ৩ জন গ্রেফতার: অপহৃত উদ্ধার

প্রতিবেদক
majedur
এপ্রিল ৩০, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

 

পাঁচবিবিতে ভোটের ফল জানতে গিয়ে আরিফ হোসেন অপহরণ, ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবিতে মুখ বেঁধে নির্যাতন অতঃপর অভিযোগের প্রেক্ষিতে জয়পুরহাট র‍্যাব-৫ কর্তৃক ৩ জন অপহরণকারী গ্রেফতার ও অপহৃতকে উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাটের ১টি চৌকস অপারশনাল দল ২৯ এপ্রিলে সোমবার রাত ৯ টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ভেড়ারচড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ জন অপহরণকারীকে গ্রেফতার করে।

তারা হলো,পাঁচবিবি থানার গুনাই মাগুরা গ্রামের আবুল কালামের পুত্র অপহরণকারী মূলহোতা ওসমান গনী (২২), একই গ্রামের ওলিউল হাসানের পুত্র নাইম হাসান ফয়াসাল (১৭) ও আব্দুর রহিমের পুত্র আশিক ইকবাল (২৭)। এছাড়াও একই উপজেলার বরণ গ্রামের মোহাম্মদ আলী জানের পুত্র অপহৃত আরিফ হোসেনকে উদ্ধার করে। এই মামলায় পলাতক রয়েছে আসামী মেহেদী হাসান (২২), মিজানুর রহমান ও সোহান মিয়া (২২)।

আজ ৩০ এপ্রিল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়,অপহৃত আরিফ গত ২৮ এপ্রিল বিকেলে আটাপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের নির্বাচনী ফলাফল জানতে দিবাকরপুর উচ বিদ্যালয় মাঠ যায়। ভোটের ফলাফল শুনে আরিফের বাড়ি ফিরতে দেরী হলে অপহৃতের বাবা আরিফের ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলে অপরিচিত ১জন রিসিভ করে বলে, আপনার সন্তান আমাদের হেফাজতে আছে। আগামী ২৯ এপ্রিল সকাল ৯টার মধ্যে ১০ লক্ষ টাকা দিয়ে আপনার ছেলেকে নিয়ে যাবেন।

অপহৃত আরিফের ভাষ্যমতে,অপহরণকারীরা আরিফকে মুখ, হাত, পা ও চোখ বেঁধে নির্জন ভড়ারচড়া নামক জঙ্গলে নিয়ে গিয়ে ঘুমের ঔষুধ সেবন করায় এবং আটকিয়ে রেখে মুখে টেপ ও গামছা পেচিয়ে বিভিন্নভাবে শারিরীক নির্যাতন করে।

এ সংক্রান্ত ২৯শে এপ্রিল অপহৃতের বাবা পাঁচবিবি থানা ও সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পে ছেলে অপহরণের ১টি অভিযাগ দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে অপহরনকারীদের গ্রেফতার এবং ভিকটিম আরিফকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে ধৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পাঁচবিবি থানায় সোপর্দ করেছে র‍্যাব।

Don`t copy text!