ঢাকাবুধবার , ১৭ এপ্রিল ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবির খোর্দা গ্রামে দেয়াল ঘেঁষে মাটি খনন করায় ঝুঁকিতে বসতবাড়ি

প্রতিবেদক
majedur
এপ্রিল ১৭, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

 

পাঁচবিবিতে বাড়ির দেয়াল ঘেঁষে মাটি খনন করায় ভেঙ্গে পড়ার ঝুঁকির মুখে পড়েছে সুরেশ চন্দ্র সাহার বসতবাড়ি। জমি সংক্রান্ত বিবাদের জের ধরে এই ষড়যন্ত্রমূলক ঘটনাটি ঘটেছে উপজেলার বাগজানা ইউনিয়নের খোর্দা গ্রামে।
এ ব্যাপারে ওই গ্রামের ভুক্তভোগী সুরেশ চন্দ্র সাহা আইনগত প্রতিকার চেয়ে বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়,খোর্দা গ্রামের মৃত উপেন্দ্রনাথ সাহার পুত্র সুরেশ চন্দ্র সাহার সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে একই গ্রামের আপন ভাতিজা বিবাদী মৃত গোপেন সাহার পুত্র কার্তিক চন্দ্র সাহা ও তার স্ত্রী শ্রীমতি পলি সাহার সাথে। ঘটনার দিন গত ৪ এপ্রিল বিকেলে বিবাদীগণ কাকা সুরেশ চন্দ্র সাহার বসতবাড়ি ঘেঁষে মাটি খনন করে ঘরের ভীত আলগা করে ফেলে এবং টিন দিয়ে দুপাশে ঘিরে নেয়। ফলে সুরেশ চন্দ্র সাহার বসতবাড়ি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বাদী সুরেশ চন্দ্র সাহা জানান, আমার ঘর সংলগ্ন মাটি খনন করার বিষয়ে বিবাদীগণের সঙ্গে কথা বলতে গেলে তারা আমাকে ও আমার পরিবারবর্গকে বিভিন্নভাবে ভয় ভীতি ও হুমকি দিচ্ছে এবং আমার ঘর দখল করার পায়তারা করছে। তাই আমি এর বিচার চেয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়েছে।এ ব্যাপারে অভিযুক্ত বিবাদী কার্তিক চন্দ্র সাহার সাথে কথা বললে তিনি জানান ,আমার জায়গা ৭ শতক। দখলে রয়েছে ৬ শতক। ১ শতক জায়গা আমার কাকার বাড়ির ভেতরে ঢুকে রয়েছে। কেননা তিনি বাড়ি করেছেন ৪০ বছর আগে। তাই এই সমস্যার সৃষ্টি হয়েছে। আর দেয়াল ঘেঁষে মাটি খুঁড়েছি আমি ঘর নির্মাণ করবো সেজন্য।

Don`t copy text!