জয়পুরহাটের পাঁচবিবি উচাই কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষর দ্বায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মুনমুন নাহার। অধ্যক্ষ রোস্তম আলী মামলায় কারাগারে যাওয়ায় প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য কলেজ কমিটি (গত ১২’ফেব্রæয়ারী) সাধারন সভার মাধ্যমে মুনমুনকে এ দ্বায়িত্ব দেন। দ্বায়িত্ব পেয়ে নবাগত অধ্যক্ষ প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে কলেজ পরিচালনা কমিটির সদস্য, অভিভাবকবৃন্দ ও শিক্ষক-কর্মচারিদের পরার্মশ এবং সহযোগিতায় কাজ করছেন।
চলতি বছরের ২ ফেব্রুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে টাকার বিনিময়ে পরীক্ষায় পাশ করে দিবে এমন জালিয়াতি ও প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছিল জেলা গোয়েন্দা পুলিশ। আটক প্রতারকচক্রের সদস্যরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুরের রোকনুজ্জামান, বগুড়ার গোকুল এলাকার ইশান ইমতিয়াজ রিদয় ও উচাই কৃষি কলেজের তৎকালিন অধ্যক্ষ জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের রোস্তম আলী। প্রতারকদের বিরুদ্ধে দন্ডবিধি ১৮৬০ এর ৪০৬, ৪২০ ও ৪৩৪ ধারার মামলায় আদালতের মাধ্যমে জেল হাজুতে পাঠায় বিজ্ঞ আদালত। রোস্তম আলী উচাই কৃষি কলেজের অধ্যক্ষ থাকাবস্থায় এ মামলায় অভিযুক্ত আসামি হওয়ায় বিষয়টি গত পহেলা ফেব্রুয়ারী জয়পুরহাট জেলা প্রশাসক মহোদয় স্বাক্ষরিত একটি অবহিতকরণ পত্র সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সকল উর্ধোত্বন কর্মকর্তাদের নিকট প্রেরণ করা হয়।
কলেজ কমিটির সদস্য সুফিয়া খাতুন বলেন, অধ্যক্ষ রোস্তম আলী কারাগারে যাওয়ায় তার অনুপস্থিতিতে প্রতিষ্ঠান সচল রাখতে সাধারন সভার মাধ্যমে মুনমুন নাহারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষর দ্বায়িত্ব দেওয়া হয়।