পবিত্র রমজান মাসে আল্লাহকে রাজি-খুশি করার জন্য শিখা ট্রাস্ট ফাউন্ডেশন নামে বে-সরকারি একটি স্বেচ্ছাসেবী সংগঠন শিশু-কিশোর কোরআনের হাফেজদের অংশগ্রহনে কোরআন তেলওয়াত প্রতিযোগিতার আয়োজন করেন। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায়, এক হাজারের অধিক কোরআনের হাফেজগণ এ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।
উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় বসবাস করা কোরআনের হাফেজগণ প্রতিযোগিতায় অংশগ্রহনে ট্রাস্টের নির্ধারিত ফরমে আবেদন করেন। উপজেলায় এই প্রথম কোরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় অনেকেই খুশি এবং আয়োজক কমিটির প্রতি তাদের অনুরোধ এমন কার্যক্রম যেন চলমান থাকে। রমজানের প্রথম রোজা থেকে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সেরা ৩’জন হাফেজকে বাছাই করা হয়। সুদ্ধ ও সঠিকভাবে কোরআন তেলওয়াত করে ফাইনাল রাউন্ডে ৩০’জন হাফেজকে পিছনে ফেলে শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তির ৫০ হাজার টাকা পুরুস্কার গ্রহন করেন উপজেলার বাগজানা ইউনিয়নের মোহাম্মদ আব্দুর রউফ।
এছাড়া প্রতিযোগিতায় দ্বিতীয় পুরুস্কার পান মোহাম্মদপুরের মোহাম্মদ ইমরান হোসেন ৩০ হাজার ও আওলাই ইউনিয়নের আব্দুর রহমান তামিম তৃতীয় স্থান অধিকার করে ২০ হাজার টাকা পুরুস্কার পান। গতকাল শনিবার পাঁচবিবির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুপলার কিন্ডার গার্ডেন স্কুল মাঠে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গের বৃহৎ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুরের বাংলাহিলি আজিজিয়া উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক সহিদুল ইসলাম সহ প্রতিযোগিতায় আরো ২’জন অভিজ্ঞ বিচারকমন্ডলী এ কার্যক্রম পরিচালনা করেন।
সাবেকুন নাহার শিখা ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান বলেন, আমি কাহারো বিরুদ্ধে হিংসা-বিদ্ধেশ করব না। তবে ভালো কাজেও যারা বাঁধা সৃষ্টি করে আল্লাহ যেন তাদের সঠিক জ্ঞান দান করেন বলেও মন্তব্য করেন মানবিক এ মহিলা।