গতকাল পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের পার্শ্ববর্তী ধরঞ্জী ইউনিয়নের পূর্ব উচনা এলাকা হতে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে ২০ (বিশ) টি স্বর্ণের বারসহ দুই যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০) বিজিবি এর সদস্যরা। ২০ টি স্বর্ণের বার এর ওজন ২ কেজি ৩৩২ গ্রাম (১৯৯ভরি ১২আনা ২রতি)।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে; বিজিবি অধিনায়কের নির্দেশনা অনুযায়ী এবং উপ অধিনায়ক মেজর আফিক হাসান এর সমন্বয়ে, হাটখোলা বিওপির টহল কমান্ডর নায়েক মোঃ আতোয়ার রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল, পাঁচবিবির হাটখোলা এলাকার সীমান্ত পিলার ২৮১/৩২-এস হতে আনুমানিক ২ (দুই) কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা মান্নানের মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করে ২০ টি স্বর্ণের বার সহ ২ জন চোরাকারবারীকে গ্রেফতার করে বিজিবি।
গ্রেফতারকৃত চেরাকারবারী পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের বাসিন্দা। এই সময় স্বর্ণের পাশাপাশি একটি মোটর সাইকেল দুইটি সীমকার্ড সহ দুইটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণসহ মালামালের মূল্য প্রায় ২ কোটি ২৯ লক্ষ ২১ হাজার ৬৪ টাকা।