জয়পুরহাট-১ আসন থেকে ৩’বারের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি পরিবার সহ সরকারি কাজে ঢাকায় অবস্থান করছেন। এমপি সাহেবের অনুপস্থিতিতে তারই এতিম পালিত মেয়ে মোছাঃ ফাতেমা আক্তার ববি বাবার অ-বর্তমানে প্রতিনিয়ত এলাকার গরীব দুঃস্থ ও অসহায় রোজাদার ব্যাক্তিদের মাঝে ইফতার বিতরণ করছেন। ফাতেমা বলেন, বাবা-মা সবাই ঢাকায় গেছেন তারপরও ইফতার বিতরণ কার্যক্রম বন্ধ হয়নি। বাবা ঢাকায় যাওয়ার সময় ইফতার তৈরীর সামগ্রী কিনে আমাকে ও পাকনিকে বুঝে দিয়েছেন। বাবার নির্দেশ মতাবেক আমি প্রতিদিন নিয়মিত ইফতার বিতরণ পরিচালনা করছি।
জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে রোজার প্রথম দিন ইফতার বিতরণের উদ্বোধন করেন। তিনি প্রতিবছর রোজার ৩০ দিন জয়পুরহাট-১ আসনের প্রতিটি গ্রামের মসজিদ ও মহল্লার গরীব অসহায় ব্যাক্তির মাঝে দলীয় নেতাকর্মির মাধ্যমে বাড়িতে তৈরী ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন। নিজস্ব অর্থায়নে পারিবারিকভাবে ৪১’বছর যাবৎ তিনি ইফতার বিতরণ করেন মানবিক এমপি। বৃহস্পতিবার জয়পুরহাটের পাঁচবিবির দানেজপুর বাসভবনে এমপি দুদুর লালিত-পালিত এতিম কন্যা ববিকে এলাকার গরীর, দুঃস্থ ও অসহায় নারী-পুরুষ রোজাদারদের হাতে ইফতার সামগ্রী বিতরণ করতে দেখা যায়। ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মমতাজুর রহমানকে ববির সাথে ইফতার বিতরণে সহযোগিতা করতে দেখা যায়।