“ইলিশ হলো মাছের রাজা,জাটকা ধরলে হবে সাজা” এই প্রতিপাদ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ ১১-১৭ মার্চ ২০২৪ উপলক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে রবিবার (১৭ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম এর নেতৃত্বে সন্ধীপ চ্যানেলের কুমিরা ঘাটে জাটকা রক্ষায় সমন্বিত বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি বেহুন্দী জালসহ ১০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করেছে সীতাকুণ্ড উপজেলা মৎস্য অধিদপ্তর। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। জাটকা রক্ষায় সমন্বিত বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দীন চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের বাবলু, কুমিরা নৌ-পুলিশের অফিসার ইনচার্জ নাছির উদ্দিন, বাংলাদেশ কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আজিজুর রহমান সহ প্রমুখ।