|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে বিশেষ অভিযানে তিনটি বেহুন্দী জালসহ ১০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২৪
"ইলিশ হলো মাছের রাজা,জাটকা ধরলে হবে সাজা" এই প্রতিপাদ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ ১১-১৭ মার্চ ২০২৪ উপলক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে রবিবার (১৭ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম এর নেতৃত্বে সন্ধীপ চ্যানেলের কুমিরা ঘাটে জাটকা রক্ষায় সমন্বিত বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি বেহুন্দী জালসহ ১০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করেছে সীতাকুণ্ড উপজেলা মৎস্য অধিদপ্তর। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। জাটকা রক্ষায় সমন্বিত বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দীন চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের বাবলু, কুমিরা নৌ-পুলিশের অফিসার ইনচার্জ নাছির উদ্দিন, বাংলাদেশ কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আজিজুর রহমান সহ প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.