ঢাকাসোমবার , ১১ মার্চ ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

শারজার শাসক ও সুপ্রিম কাউন্সিলের সদস্য মান্যবর ডক্টর শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিমির মৃত্যু

প্রতিবেদক
majedur
মার্চ ১১, ২০২৪ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

শারজার শাসক ও সুপ্রিম কাউন্সিলের সদস্য মান্যবর ডক্টর শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিমির রবিবার ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)তাঁর মৃত্যু তে শেখ সাকর বিন রশিদ বিন সাকর আল কাসিমিকে শোক জানিয়েছেন৷ সোমবার সকাল ১০টায় শারজাহস্থ সাহাবা মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।নামাজ শেষে আল জুবাইল কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। সোমবার থেকে শুরু করে তিন দিন ধরে শারজার হোশি এলাকায় মৃতের বাসভবনে সমবেদনা জানানো হবে।অন্যদিকে উনার মৃত্যুতে আদালত তিন দিনের শোক ঘোষণা করেছে,এই সময় পতাকা অর্ধনমিত থাকবে। আমরা উনার মৃত্যুতে গভির শোক প্রকাশ জানাচ্ছি।এবং বিদেহী আত্বার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

Don`t copy text!