|| ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
শারজার শাসক ও সুপ্রিম কাউন্সিলের সদস্য মান্যবর ডক্টর শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিমির মৃত্যু
প্রকাশের তারিখঃ ১১ মার্চ, ২০২৪
শারজার শাসক ও সুপ্রিম কাউন্সিলের সদস্য মান্যবর ডক্টর শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিমির রবিবার ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)তাঁর মৃত্যু তে শেখ সাকর বিন রশিদ বিন সাকর আল কাসিমিকে শোক জানিয়েছেন৷ সোমবার সকাল ১০টায় শারজাহস্থ সাহাবা মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।নামাজ শেষে আল জুবাইল কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। সোমবার থেকে শুরু করে তিন দিন ধরে শারজার হোশি এলাকায় মৃতের বাসভবনে সমবেদনা জানানো হবে।অন্যদিকে উনার মৃত্যুতে আদালত তিন দিনের শোক ঘোষণা করেছে,এই সময় পতাকা অর্ধনমিত থাকবে। আমরা উনার মৃত্যুতে গভির শোক প্রকাশ জানাচ্ছি।এবং বিদেহী আত্বার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.