নওগাঁ জেলার রাণীনগর থানা থেকে প্রাইভেটকারের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে দেশের অভ্যন্তরে পাচারের সময় ২০ কেজি গাঁজা ভর্তি ১টি প্রাইভেটকারসহ ২জন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। র্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাটের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে (৮ মার্চ) শনিবার রাতে নওগাঁ জেলার রানীনগর থানার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী বরিশাল জেলার মুলাদি থানার উত্তর পাতাচর গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র মোঃ সোহরাব কাজী (৫০) ও ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার সাতগাঁও গ্রামের মোঃ তাজু মিয়ার পুত্র মোঃ মোহন হোসেন (৩৩) কে ২০ কেজি গাঁজা ও ১টি প্রাইভেট কারসহ গ্রেফতার করে।
আজ ৯ মার্চ শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,গ্রেফতারকৃত আসামী সোহরাব ১জন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে এবং তার সহযোগী মোহন দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে প্রাইভেট কারে বিশেষ কায়দায় লুকিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকেফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। তারা অভিনব কায়দায় প্রাইভেট কারের সিটের পিছনে বিশেষভাবে তৈরিকৃত বক্সের ভেতর লুকিয়ে বহনকালে ২০ কেজি গাঁজা উদ্ধার ও মাদকব্যবসায়ীদ্বয়কে গ্রেফতার করা হয়।এ ব্যাপারে নওগাঁ জেলার রাণীনগর থানায় ধৃত আসামিদের সোপর্দপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।